আন্তর্জাতিক

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে শিক্ষার্থী খুন

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে এক শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অপর এক শিক্ষার্থীর বিরুদ্ধে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগ এনে হত্যা করেছেন।

Advertisement

ওই হত্যাকাণ্ডের ঘটনায় উত্তরাঞ্চলীয় মারদান শহরে বেশ কিছু শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়। এদের মধ্যে একজনকে হত্যা করা হয়েছে এবং অপরজন অন্যান্য শিক্ষার্থীদের হামলায় গুরুতর আহত হয়েছেন।

পাকিস্তানে ধর্ম অবমাননা উচ্চ মাত্রায় সংবেদনশীল একটি ইস্যু। সমালোচকরা বলছেন, ধর্ম অবমাননা আইনে অনেক সময় মৃত্যুদণ্ডও দেয়া হয়। এক্ষেত্রে অনেক সময় সংখ্যালঘুদের ওপর ধর্ম অবমাননার মত ঘটনা চাপিয়ে দেয়া হয়।

Advertisement

যে শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে তার নাম মাশাল খান। তিনি সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন। কেউ বলছেন তাকে গুলি করে হত্যা করা হয়েছে আবার অনেকেই বলছেন তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

টিটিএন/এমএস