দেশজুড়ে

পেট্রাপোল চেকপোস্টে ২ লাখ হুন্ডির টাকাসহ আটক ১

বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল চেকপোস্টে ২ লাখ বাংলাদেশি হুন্ডির টাকা পাচারের সময় মঞ্জুরুল নামে এক সিএন্ডএফ কর্মচারিকে আটক করেছে ভারতের ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা।  রোববার বেলা ৩টার দিকে ভারতের প্রবেশদ্বার পেট্রাপোল গেট থেকে তাকে আটক করা হয়। আটক মঞ্জুরুল বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের মইনুদ্দিন সর্দারের ছেলে ও বেনাপোলের ‘প্যারেন্টস ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার’ নামের একটি সিএন্ডএফ এজেন্টের কর্মচারি। ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টের একজন প্রতিনিধি জাগো নিউজকে জানান, কাস্টমসের কার্ড নিয়ে আমদানি-রফতানি কাজের জন্য মঞ্জুরুল পেট্রাপোল চেকপোস্টে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা তাকে প্রধান প্রবেশদ্বার থেকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ২ লাখ টাকা উদ্ধার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে বনগাঁও থানায় সোপর্দ করা হবে বলে জানা যায়। ২৬ বিজিবি বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের সুবেদার আয়ূব আলী জানান, বাংলাদেশের এক সিএন্ডএফ কর্মচারি ২ লাখ টাকাসহ ভারতীয় চেকপোস্টে আটক হয়েছে বলে শুনেছি। বিস্তারিত আর কিছু জানতে পারিনি। এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি। এমজেড/এমএএস/আরআইপি

Advertisement