তথ্যপ্রযুক্তি

মাসে অন্তত তিনটি কাস্টমার কেয়ার চালু করবে টেলিটক

মাসে অন্তত তিনটি কাস্টমার কেয়ার চালু করবে টেলিটক

মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতি মাসে দেশে অন্তত তিনটি করে টেলিটকের কাস্টমার কেয়ার চালু করার অঙ্গিকার করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

Advertisement

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাটে সরকারি মোবাইল অপারেটর টেলিটকের তিনটি গ্রাহক সেবাকেন্দ্র উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

তারানা হালিম বলেন, উদ্বোধনের পর এখন থেকে এ তিন জেলার কাস্টমারদের সমস্যাগুলো নিজ জেলায় সমাধান করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।

Advertisement

আরএম/এমআরএম/আরএস/জেআইএম