খেলাধুলা

শেখ জামালের জয়ের নায়ক সোহান

উইকেটরক্ষক হিসেবে নুরুল হাসান সোহানকে এক বাক্যে দেশসেরা মেনে নেন নিন্দুকরাও। এবার ব্যাট হাতেও ভিন্ন কিছু করার চ্যালেঞ্জ নিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলতে নেমেছেন তিনি। প্রথম দিনেই হেসেছে তার ব্যাট। তার ব্যাটে ভর করে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ২ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

Advertisement

বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২১০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করে শেখ জামাল। ৩৯ রানের ওপেনিং জুটির পর দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে চতুর্থ উইকেটে রাজিন সালেহকে নিয়ে দলের হাল ধরেন নুরুল হাসান সোহান। ৬৬ রানের জুটি গড়েন তারা।

দলীয় ১২১ রানে রাজিনের বিদায়ের পর তানবির হায়দারকে নিয়ে আরও ৬৬ রানের জুটি গড়েন সোহান। তানবিরের বিদায়ের পর ২১ রানে ৪টি উইকেট হারালে কিছুটা জমেছিল খেলা। তবে ৪ বল বাকি থাকতেই ২ উইকেটের জয় পায় শেখ জামাল।

দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রানের দারুণ এক ইনিংস খেলেন সোহান। ৯৪ বলে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে নিজের এ ইনিংস সাজান তিনি। এছাড়া রাজিন ৩২ ও তানবির ৩১ রান করেন। ভিক্টোরিয়ার পক্ষে মনির হোসেন ৩টি ও মোহাম্মদ আরাফাত ২টি উইকেট নেন।

Advertisement

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভিক্টোরিয়া। দলীয় ৩৩ রানে প্রথম সারির ৩টি উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে তারা। তবে চতুর্থ উইকেটে নাসিরউদ্দিন ফারুককে নিয়ে ৮৫ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন উত্তম কুমার।

দলীয় ১১৮ রানে নাসিরউদ্দিন বিদায় নিলে মেহেদী মাহবুবকে নিয়ে আরও ৪৪ রানের জুটি গড়েন উত্তম। দলীয় ১৬১ রানে মাহবুব বিদায় নিলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ফলে ১০ বল বাকি থাকতেই ২০৯ রানে অলআউট হয়ে যায় তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস খেলেন উত্তম। ১০২ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে। এছাড়া ৪৪ রান করেন নাসির উদ্দিন। শেখ জামালের পক্ষে ২৯ রানে ৪টি উইকেট পান আব্দুর রাজ্জাক। এছাড়া সোহাগ গাজী পান ৩টি উইকেট।

আরটি/এনইউ/আরআইপি

Advertisement