আন্তর্জাতিক

নেপালে ভূমিক্ম্প : মৃতের সংখ্যা ২৩০০ ছাড়িয়ে

শনিবারের শক্তিশালী ভূমিকম্পে নেপালে মৃতের সংখ্যা ২৩০০ ছাড়িয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় পাঁচ হাজার জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েকলাখ নাগরিক। এখনো ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন অনেকেই। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। খবর ওয়াশিংটন পোস্ট।এ দিকে মরার ওপর খরার ঘা হিসেবে আজও ভূমিকম্প আঘাত হেনেছে নেপালসহ পুরো উপমহাদেশে। রিখটার স্কেলে আজকের ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭। এর ফলে এভারেস্টে নতুন করে তুষারধসের ঘটনা ঘটেছে বলে পর্বতারোহীরা জানিয়েছেন।ভূমিকম্পে উদ্ধারকর্মীদের মধ্যেও ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল নেপালের কোদারি থেকে ১৭ কিলোমিটার দূরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর (ইউএসজিএস) থেকে এ তথ্য জানানো হয়।এ দিকে বাংলাদেশের রাজধানী ঢাকাতে আতঙ্কিত হয়ে অনেকেই ভবন ছেড়ে রাস্তায় নেমে এলেও দেশের কোথাও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়াবিদেরা বলেছেন- আজকের ভূমিকম্পটি ছিল ‘আফটার শক’ বা পরাঘাত। সাধারণত বড় ভূমিকম্পের দুই দিন পর পর্যন্ত এ ধরনের আফটার শক হয়ে থাকে।এদিকে, নেপালে শনিবারের ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার তিনশো ছাড়িয়ে গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে এ পর্যন্ত দুই হাজার ২৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার হাজার ৬৪৭ জন। এছাড়া ভারতে মারা গেছেন ৫৭ জন।বিএ/আরআই

Advertisement