বিনোদন

অসুস্থ হয়ে হাসপাতালে শাকিব খান

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢালিউড কিং খান খ্যাত শাকিব খান। উচ্চ রক্তচাপ ও ঘাড়ের ব্যথা নিয়ে আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে যান। সেখানে চিকিৎকরা তাকে বেশ কিছু চেকআপ করার কথা বলেন। পরে একটি কেবিন ভাড়া করে সেখানেই রয়েছেন শাকিব।

Advertisement

জানা গেছে, চিত্রনায়ক শাকিব খান আজ সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন। পরে আত্মীয়-স্বজনের পরামর্শে দুপুর ১২টার দিকে চেকআপ করানোর জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে যান। হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে ইসিজি করান এই নায়ক। আরও কিছু পরীক্ষা চলবে তার।

শাকিব অধ্যাপক ডা. ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। ল্যাব এইড হাসপাতালের এজিম (কর্পোরেট কমিউনিকেশন ) লেলিন চৌধুরী জাগো নিউজকে বলেন, পেটের ওপরের দিকে ব্যথা নিয়ে তিনি ভর্তি হন। এ সময় শাকিবের সঙ্গে ইকবাল নামে এক ব্যক্তি ছিলেন।’

শাকিবের চাচাত ভাই মনির জাগো নিউজকে বলেন, ‌‘শাকিব ভাইয়ের লিভারে আগে থেকেই কিছু সমস্যা ছিল। হয়তো সেই সমস্যাই আবার দেখা দিয়েছে। পাশাপাশি প্রেসারটাও গোলমাল করছে। সকালে অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে আনা হয়েছে। এখন চেকআপ চলছে। তার জন্য সবাই দোয়া করবেন। যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার কাজে ফিরতে পারেন।’

Advertisement

অপু বিশ্বাস হাসপাতালে আসছেন কি না জানতে চাইলে মনির বলেন, ‘সেটা আমি জানি না। অপু বিশ্বাস মনে হয় এখনও শোনেননি। শুনলে নিশ্চয় আসবেন।’

তবে আজ তিনি বাসায় ফিরতে পারবেন কি না তা নির্ভর করছে চিকিৎসকদের ওপর। পরীক্ষার রিপোর্ট দেখে তারা সিদ্ধান্ত নেবেন।

এদিকে আগামীকাল ‘রংবাজ’ ছবির শুটিংয়ের জন্য ঢাকা ত্যাগ করার কথা ছিলো শাকিব খানের।

এলএ

Advertisement