জাতীয়

আরও একটি মেডিকেল টিম যাবে নেপালে

নেপালে ভূমিকম্পে আহতদের সহায়তা দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে একটি মেডিকেল টিম আগামী দু`একদিনের মধ্যে নেপাল যাবে। স্মরণকালের ভয়াবহতম এ দুর্যোগে নেপালের জনগণের দিকে মানবিক সাহায্যের হাত বাড়াতে অর্থোপেডিক, নিউরোসাইন্স বিশেষজ্ঞসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে ৩০ জনের একটি তালিকা জরুরি ভিত্তিতে প্রস্তুত করার জন্য স্বাস্থ্যমন্ত্রী রোববার সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন। এই মেডিকেল টিমের সঙ্গে প্রয়োজনীয় ওষধ, স্যালাইন, ব্যাথানাশক ওষধ, প্লাস্টার ও ড্রেসিং সামগ্রী প্রেরণ করা হবে।এদিকে নেপালে গতকালের ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত রোগমুক্তি কামনা করেন এবং নেপালের জনগণ যেন দ্রুত তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারে সেই জন্য মহান আল্লাহতালার কাছে দোয়া কামনা করেন।এসএ/বিএ/আরআইপি

Advertisement