লন্ডনে ২২ এপ্রিল নিলামে উঠছে টাইটানিকের একটি বিরল ছবি। নিলামে এর দাম অন্তত ৮ হাজার পাউন্ড উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Advertisement
১৯১২ সালের ৯ এপ্রিল তোলা এই ছবিটি এতই ঝকঝকে যে জাহাজে কেউ একজন জানলা মুছছেন, তাও স্পষ্ট দেখা যায়। মনে করা হচ্ছে, সে যুগের আধুনিকতম গ্লাস ক্যামেরায় তোলা হয়েছিল ছবিটি। সে বছর ১৪ এপ্রিল জাহাজটি ডুবে যাওয়ার এক মাস পরই ছবিটির মালিক জি এ প্র্যাট সেটি বিক্রি করে দেন।
একই সঙ্গে নিলাম হবে খুবই বিরল সোনার পদক। ডুবন্ত টাইটানিক থেকে ৭০৫ জনকে বাঁচানোর জন্য এইচ এ ডিন নামে এক নাবিককে এটি দেয়া হয়েছিল।
এআরএস/পিআর
Advertisement