খেলাধুলা

আইপিএলে নতুন অস্ত্র দেখাতে চান মোস্তাফিজ

তার তুনে তীরের অভাব নেই। কাটার, স্লোয়ার, ইয়র্কার। সঙ্গে গতি আর বাউন্স তো আছেই। বোলিং স্টাইলও দৃষ্টি নন্দন। অফ কাটারটা যেভাবে করেন, সেটা গোটা বিশ্বে অনন্য। কাটার আর স্লোয়ার দিয়েই তো আইপিএলের গত আসরে বাজিমাত করেছেন মোস্তাফিজুর রহমান। চ্যাম্পিয়ন করিয়েছেন সানরাইজার্স হায়দারাবাদকে। সেই মোস্তাফিজ গতকাল গেলেন এবারের আইপিএল খেলতে। যোগ দিয়েছেন গিয়ে মুম্বাইতে থাকা দলের সঙ্গে।

Advertisement

মঙ্গলবার ঢাকা থেকে কলকাতা হয়ে তিনি উড়ে গেলেন মুম্বাইয়ে। ঢাকা থেকে মোস্তাফিজুরের সঙ্গী ছিলেন তার ব্যক্তিগত ম্যানেজার কলকাতার কৌস্তভ লাহিড়ী। মঙ্গলবার সন্ধ্যায় বিমান বন্দরে বসে লাহিড়ীর মোবাইল থেকে কলকাতার একটি দৈনিকের সঙ্গে কথা বলেন মোস্তাফিজ। সেখানেই জানালেন, এবার আইপিএল নতুন অস্ত্র দেখাতে চান তিনি।

তার কাটারে যতই ধার থাকুক, মুখে রা কাটার পাত্র নন মোস্তাফিজুর রহমান! কলকাতার ওই পত্রিকার সাংবাদিকও নানা কসরত করে কিছু কথা বের করেছেন কাটার মাস্টারের মুখ থেকে। সেই সাংবাদিকের সঙ্গে বারবার কাটারের কথা উঠতেই একটু যেন লাজুক হয়ে যান মোস্তাফিজ। বলেন, ‘না না, আলাদা কোনো অস্ত্র ঠিক করিনি।’ গতবার না হয়, অনেক ব্যাটসম্যানের কাছে তিনি অচেনা ছিলেন। এবার তো সবাই মুস্তাফিজকে হোমওয়ার্ক করে নামবে!

আসল মুস্তাফিজ বেরিয়ে এল যেন তখনই। গলায় কিছুটা রহস্য, ‘জানি এবার আমার সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন। তবে আগে থেকে কখনোই কিছু ঠিক করে বল করতে নামি না। মাঠে নেমে হয়ে যায়। এবার আইপিএলেও কিছু ঠিক করিনি। আগে মাঠে নামি, তারপর দেখব কী নতুন অস্ত্র ব্যবহার করতে পারি।’

Advertisement

কোনো বিশেষ উইকেট কি টার্গেট করছেন? সাতক্ষীরার এই ছটফটে যুবক আবার গুটিয়ে যাওয়া স্টান্সে, ‘আইপিএলে যারা খেলেন, তারা সবাই ভালো ব্যাটসম্যান। আলাদা করে কারও উইকেট টার্গেট নেই আমার। দলে প্রয়োজনে, পরিস্থিতি অনুযায়ী যে উইকেট কাজে লাগবে, সেটাই গুরুত্বপূর্ণ।’

আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। সেখানে খেলবেন কি না, জানেন না বাঁ-হাতি এই পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে বাড়তি ধকল নিতে নিষেধ করে দিয়েছে। মোস্তাফিজের সাফ কথা, ‘বিসিবি-র নির্দেশ মেনেই চলব।’ সঙ্গে যোগ করলেন, ‘জানি না, আইপিএলের শেষ পর্যন্ত খেলতে পারব কি না! মে মাসে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ খেলবে। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। বিসিবি যে ভাবে বলবে, সেভাবেই চলব। দেশের হয়ে খেলাটাই আমার কাছে সবার আগে।’

এখন অবশ্য আইপিএলে মন-প্রাণ ঢেলে দিতে চান মোস্তাফিজ। তানর বক্তব্য, ‘অধিনায়ক ডেভিড ওয়ার্নার বা কোচ টম মুডি আমার উপর বিশ্বাস রেখেছেন, এটা আমার কাছে বড় পাওনা।’ সঙ্গে যোগ করতে ভুললেন না, ‘গতবারের চেয়ে এবার আমার উপর সবার প্রত্যাশা বেশি। সবার আস্থার মর্যাদা দেওয়ার চেষ্টা করব। সেটাই লক্ষ্য।’

জাতীয় দলের সতীর্থ সাকিব নিয়ে আলাদা কিছু বলেননি মোস্তাফিজ। তবে কলকাতা নিয়ে আবেগের কথা শোনা গেলো তার কণ্ঠে, ‘কলকাতা তো আমাদের বাংলাদেশের মতোই। মানুষজন বাংলায় কথা বলে। কলকাতায় আসার অনুভূতি সব সময়ই অন্য রকম। ইডেনও বিখ্যাত মাঠ। সুযোগ পেলে এখানে ভালো পারফর্ম করার তাগিদটা স্বাভাবিক ভাবেই বেশি থাকবে।’

Advertisement

আইএইচএস/জেআইএম