ওয়ানডেতে বাংলাওয়াশের পর পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-২০ তেও জয় পায় মাশরাফি বাহিনী। আর এই ম্যাচেই শহীদ আফ্রিদি ও মুক্তার আহমেদকে ডিসমিসালের ফাঁদে ফেলে টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর নিউজিল্যান্ডের দলপতি ব্রেন্ডন ম্যাককালামকেও ছাড়িয়ে গেলেন মুশফিক।শুদু এই দুই জনকেই না, আরও ছাড়িয়ে গেছেন দ. আফ্রিকার ভিলিয়ার্স, কুইন্টন ডি কক, অস্ট্রেলিয়ার ব্রাড হাডিন আর ইংল্যান্ডের কিউইসটারকে।টি-টোয়েন্টিতে মুশফিক ৩৯ ম্যাচ খেলে ডিসমিসাল করেছেন ৩৬টি। যেখানে ১৫ বার উইকেটের পেছনে দাঁড়িয়ে ক্যাচ নিয়ে আর ২১ বার স্ট্যাম্পিং করে। টিম ইন্ডিয়ার দলপতি ধোনি মুশফিকের সমান ৩৬টি ডিসমিসাল করলেও খেলেছেন ৫০টি ম্যাচ। সেক্ষেত্রে এগিয়ে মুশফিক।টি-২০ তে ডিসমিসালের ক্ষেত্রে মুশফিকের উপরে রয়েছেন মাত্র তিনজন উইকেটরক্ষক। শীর্ষে রয়েছেন পাকিস্তানের কামরান আকমল। ৫৪ ম্যাচে তার মোট ডিসমিসাল ৬০টি। দ্বিতীয় অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের দিনেশ রামদিন সংখ্যাটা ৫১ ম্যাচে ৪৭টি। আর মুশফিকের ঠিক উপরেই ৫৬ ম্যাচে ৪৫টি ডিসমিসাল নিয়ে তিন নম্বরে আছেন কুমার সাঙ্গাকারা।এমআর/এমএস
Advertisement