ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঘরের মাঠে লজ্জাজনক হারের স্বাদ পেল পুনে। দিল্লি ডেয়ারডেভিলসের কাছে ৯৭ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে ধোনি-রাহানের দলটি। আর চলতি আসরে প্রথম জয়ের স্বাদ পেল দিল্লি।
Advertisement
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই তারেকে হারায় দিল্লি। দ্বিতীয় উইকেটে বিলিংসকে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন স্যামসন। বিলিংসের বিদায়ের পর পুনের বোলারদের উপর ঝড় তুলে আসরের প্রথম সেঞ্চুরি তুলে নেন স্যামসন। জাম্পার বলে সাজঘরে ফেরার আগে ৬৩ বলে ৫টি ছয় ও ৮টি চারে করেন ১০২ রান। আর শেষ দিকে প্রোটিয়া তারকা ৯ বলে ৪ চার ও ৩ ছয়ে ৩৮ রান করলে ৪ উইকেটে ২০৫ রানের পুঁজি পায় দিল্লি।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পুনে। দলীয় ২৪ রানে দিল্লি অধিনায়ক জহির খানের শিকার হন পুনে অধিনায়ক আজিঙ্কা রাহানে (১০)। এরপর আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকেও (২০) সাজঘরে ফেরান অভিজ্ঞ এই পেসার।
এদিকে স্কোরবোর্ডে আর ২০ রান তুলতে রাহুল ত্রিপাঠি (১০), ফ্যাফ ডু প্লেসি (৮) ও বেন স্টোকস (২) বিদায় নিলে পুনের হার অনেকটাই নিশ্চিত হয়ে যায়। শেষ দিকে ধোনি (১১) নিজেকে মেলে ধরতে ব্যর্থ হলে ১৬.১ ওভারে ১০৮ রানেই শেষ পুনের ইনিংস।
Advertisement
এমআর/আরআইপি