অর্থনীতি

দরপতনে চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের শেয়ারবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়েছে। শুরুর প্রথম ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক পতন হয়েছে ৪৭ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ৭৩ পয়েন্ট। এর আগে টানা চার কার্যদিবস দর পতন হয়েছে দেশের উভয় পুঁজিবাজারে।  রোববার ডিএসইতে লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ১৪৪ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ৯ পয়েন্ট কমে এক হাজার ১৫ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৫৭৫ পয়েন্টে অবস্থান করছে। এসময় ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ১১৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে মাত্র ২৯টির দাম বেড়েছে, কমেছে ১৮৯ টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৭৩ পয়েন্ট কমে সাত হাজার ৭৪১ পয়েন্টে অবস্থান করছে। সিএসসি৩০ সূচক ৭১ পয়েন্ট কমে ১০  হাজার ৩৭৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসসি৫০ সূচক ১০ পয়েন্ট কমে ৯২৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ১০৪ টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১১ কোটি ৮৭ লাখ টাকা।এসআই/এএইচ/এমএস

Advertisement