দুইজনই বাঁহাতি। মিল বলতে গেলে এটুকুই। একজন ওপেনিং ব্যাটসম্যান, আরেকজন মিডেল অর্ডারে ব্যাট করার পাশাপাশি বল হাতেও দেশ সেরা স্পিনার। তবে মাঠের বাইরে দুইজনই ভালো বন্ধু। ইমরুল কায়েস ও সাকিব আল হাসান এবার দুইজন মিলে বাণিজ্যে নামছেন। রাজধানীর মিরপুরে সাকিব’স ৭৫ নামে নতুন রেস্টুরেন্ট খুলেছেন এ দুই তারকা ক্রিকেটার।
Advertisement
মঙ্গলবার সন্ধ্যায় সাকিব’স ৭৫-এ তারকাদের ঢল নামে। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা তারকা মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মান, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, এনামুল হক বিজয়ের মতো খেলোয়াড়রা উপস্থিত ছিলেন সেখানে। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে সাকিব’স ৭৫ এর উদ্বোধন করা হয়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার কারণে এ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি সাকিব। তবে মুঠোফোনে খোঁজ নিয়েছেন বলে জানান অংশীদার ইমরুল কায়েস। তবে সাকিবের প্রতিনিধি হিসেবে এ সময় কন্যা আউব্রেকে নিয়ে উপস্থিত ছিলেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
ইমরুল কায়েস রেস্টুরেন্ট ব্যবসায় নতুন হলেও অনেক আগে থেকেই জড়িত আছেন সাকিব। বনানীতে সাকিব’স ডাইন নামে রেস্টুরেন্ট খুলেছিলেন তিনি। তবে পরবর্তীতে তার নাম পরিবর্তন করে রাখা হয় সাকিব’স।
Advertisement
আরটি/বিএ