খেলাধুলা

দ্বিতীয় পর্বে জার্মানি

বিশ্বকাপের ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় পর্বের টিকিট কেটেছে জোয়াকিম লোর শিষ্যরা।অ্যারেনা পারনামবুচোয় এ ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। তাইতো প্রথমার্ধে আক্রমণ প্রতিআক্রমণে জমে উঠে ম্যাচটি। তবে গোলের দেখা পায়নি কোনও পক্ষ। বল দখলের লড়াইয়ে জার্মানি এগিয়ে থাকলেও ক্লিন্সম্যানের যুক্তরাষ্ট্রও কম বসে থাকেনি ম্যাচে। মাঝে মাঝে আক্রমণ শাণিয়ে জার্মান রক্ষণে কাঁপন ধরিয়েছে মার্কিনিরা। তাতেও সফল হয়নি তারা।প্রথমার্ধে গোল না পাওয়া জার্মানি দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ালেই পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। ৫৪ মিনিটের মাথায় দেখা মেলে কাঙ্ক্ষিত সেই গোলের। বিশ্বকাপের এবারের আসরে চতুর্থ গোল করে দলকে এগিয়ে নেন টমাস মুলার।তবে এই আক্রমণ শাণাতে দ্বিতীয়ার্ধের শুরুতে কিছু পরিবর্তন এনেছিল জোয়াকিম লো। পোডলস্কির স্থলে নামিয়েছেন ক্লোসাকে। ম্যাচের ৫২ মিনিটের মাথায় গোলের সুযোগ পেলেও ব্যর্থ হন তিনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।ম্যাচে হার এড়াতে না পারলেও দ্বিতীয় পর্বে ওঠে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অপর ম্যাচে ঘানার বিপক্ষে পর্তুগাল জয় পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে জার্মানির সঙ্গে দ্বিতীয় পর্বে যাচ্ছে ক্লিন্সমানের দল যুক্তরাষ্ট্র।

Advertisement