গণমাধ্যম কর্মীদের জন্য বাল্যবিবাহ সংক্রান্ত তিনদিনব্যাপী এক কর্মশালা শনিবার রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শুরু হয়েছে। ‘অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন ফর চিলড্রেন অ্যান্ড উইমেন (৪র্থ পর্যায়)’ কর্মসূচির আওতায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এ কর্মশালার আয়োজন করে।কর্মশালার উদ্বোধনী অধিবেশনে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম নেসার উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম।উল্লেখ্য, এ কর্মশালায় তথ্য মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তর (পিআইডি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার , চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরসহ দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেলের ২০জন কর্মী অংশ নেন।একে/আরআই
Advertisement