গণমাধ্যম

গণমাধ্যম কর্মীদের জন্য বাল্য বিবাহ সংক্রান্ত কর্মশালা শুরু

গণমাধ্যম কর্মীদের জন্য বাল্যবিবাহ সংক্রান্ত তিনদিনব্যাপী এক কর্মশালা শনিবার রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শুরু হয়েছে। ‘অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন ফর চিলড্রেন অ্যান্ড উইমেন (৪র্থ পর্যায়)’ কর্মসূচির আওতায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এ কর্মশালার আয়োজন করে।কর্মশালার উদ্বোধনী অধিবেশনে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম নেসার উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম।উল্লেখ্য, এ কর্মশালায় তথ্য মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তর (পিআইডি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার , চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরসহ দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেলের ২০জন কর্মী অংশ নেন।একে/আরআই

Advertisement