দেশজুড়ে

৩০০ রোগীকে বিনা মূল্যে চক্ষু সেবা প্রদান

ঝালকাঠিতে বিনামূল্যে ৩ শতাধিক রোগিকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এদের মধ্যে ৫৫ জনের চোখের ছানি শনাক্ত এবং ৮৫ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।চক্ষু শিবিরের উদ্বোধন করেন ঝালকাঠির জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. মু. আব্দুর রশিদ ও ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার। প্রথম আলো বন্ধু সভা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে।সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত তিন শতাধিক রোগী দেখে তাদের মধ্য থেকে ৫৫ জনকে চোখের ছানি অপারেশনের জন্য শনাক্ত করা হয়। এদের বিনামূল্যে (থাকা খাওয়া লেন্স) বরিশাল বগুরা রোডের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতালে রোববার থেকে অপারেশন করা হবে। এছাড়াও ৮৫ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। অন্যদের ব্যবস্থাপত্র দেয়া হয়।এমজেড/আরআই

Advertisement