জাতীয়

গুণীজনদের মেধা ও সৃষ্টিশীলতার স্বীকৃতি সংরক্ষণ জরুরি : রাষ্ট্রপতি

মেধাবী ও গুণীজনদের মেধা ও সৃষ্টিশীলতার স্বীকৃতি ও সংরক্ষণ জরুরি বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে শনিবার এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, সভ্যতার ঊষালগ্ন থেকে উদ্ভাবনী ও সৃষ্টিশীল কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মূলত উদ্ভাবন এবং নতুন নতুন আবিষ্কার বিশ্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শিল্প, সাহিত্য, সংগীতসহ যাবতীয় সৃষ্টি ও ভাবনার পেছনে রয়েছে সমাজের মেধাবী ও গুণীজনদের অবদান। তাই তাদের মেধা ও সৃষ্টিশীলতার স্বীকৃতি সংরক্ষণ জরুরি।রাষ্ট্রপতি দিবসের এবারের প্রতিপাদ্য ‘গেট আপ, স্ট্যান্ড আপ. ফর মিউজিক’ খুবই তাৎপর্যপূর্ণ হয়েছে বলে উল্লেখ করেন।তিনি বলেন, বাংলাদেশ প্রাচীনকাল থেকে সভ্যতার পাদপীঠ। এ ভূ-খন্ডে জন্মেছেন অনেক জ্ঞানী-গুণী, কবি, শিল্পী-সাহিত্যিক, বিজ্ঞানী, সংগীতজ্ঞসহ মেধাবী গুণীজন। তাদের সৃষ্টিশীল কর্মকাণ্ডসহ বর্তমান শিল্পী-সাহিত্যিক-উদ্ভাবক-সংগীতজ্ঞদের মেধা ও সৃষ্টিশীলতা সংরক্ষণ জরুরি।আবদুল হামিদ আরও বলেন, আমি আশা করি এ দিবসটি উদযাপনের মধ্য দিয়ে সৃষ্টিশীল কর্মকাণ্ড সংরক্ষণে জনমত সৃষ্টি হবে, যা বুদ্ধিবৃত্তিক সৃষ্টি ও উদ্ভাবনকে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।একই সঙ্গে “শিল্প মন্ত্রণালয়ের পেটেন্টস, ডিজাইনস ও ট্রেডমার্কস অধিদপ্তরের উদ্যোগে দেশে ১৫তম ‘বিশ্ব মেধাসম্পদ দিবস’ পালিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।আরএস/আরআই

Advertisement