বিনোদন

জয়ের মতো সন্তান চান মাহি!

জয়ের মতো সন্তান চান মাহি!

শাকিব-অপু দম্পতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয়ের মতো ফুটফুটে সন্তান চান চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে মাহি তার ফেসবুক অ্যাকাউন্টে শাকিব-অপু পুত্রের একটি ছবি পোস্ট করে তার নিচে ক্যাপশনে এমনটাই জানিয়েছেন।

Advertisement

মাহি লিখেছেন, ‘আমি প্রতিদিন আল্লাহকে বলবো, "তুমি ঠিক ওর (জয়) মতোই আমাকে একটা বেবি দিও। ওত মায়া, ওত নিষ্পাপ চোখের একটা জয় দিও’, ইনশাল্লাহ।

গত বছর মাহি সিলেটের ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের সন্তান অপুকে বিয়ে করেন।

উল্লেখ, সোমবার (১০ এপ্রিল) বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে হাজির হয়ে শাকিব খানের সঙ্গে নিজের বিয়ের কথা প্রকাশ করেন অপু বিশ্বাস। এ সময় তার কোলে ছিল এই দম্পতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয়।

Advertisement

এনই/এআরএস/পিআর