তথ্যপ্রযুক্তি

প্রতিমাসে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ৬০ কোটি

প্রতিমাসে সারা বিশ্বে জুড়ে ৬০ কোটি মানুষ নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। রোববার এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন এই ম্যাসেজিং অ্যাপের সিইও-প্রতিষ্ঠাতা জ্যান কোউম। যদিও হোয়াটসঅ্যাপ-এ রেজিস্টার করা সদস্যদের ধরলে এই সংখ্যাটা আরও অনেক বেশি।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১৯বিলিয়ন মার্কিন ডলার ও বিভিন্ন তহবিলের মাধ্যমে এই ম্যাসেজিং অ্যাপলিকেশন কিনে নেয় জুকারবার্গের ফেসবুক। ফেসবুকের দখলে যাওয়ার সময় সারা বিশ্বে হোয়াটসঅ্যাপের মাসিক ৪৫ কোটি নিয়মিত ব্যবহারকারী ছিল।পাঁচ বছর আগে জন্ম নেওয়া হোয়াটসঅ্যাপ বদলে দিয়েছিল মোবাইল ম্যাসেজের পরিভাসাটাই। ফোনে ইন্টারনেট কানেকশন থাকলেই বছরে অতি স্বল্প মূল্যের বিনিময়ে এই অ্যাপসের মাধ্যমে যে কাউকে টেক্সট  ম্যাসেজের সঙ্গে সঙ্গেই ছবি, ভিডিও, অন্য যে কোনও ফাইল খুব সহজেই পাঠানো যায়।

Advertisement