ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ে একক পরীক্ষক পদ্ধতি প্রবর্তনের সিদ্ধান্ত

দুইজন পরীক্ষকের পরিবর্তে একক পরীক্ষক পদ্ধতি প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ৮০তম একাডেমিক কাউন্সিলের সভায় সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিনেট হলে উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে সোমবার ৮০তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৩ জনকে এমফিল ও ৮ জন গবেষককে পিএইচডি ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সেশনজট দূরীকরণের লক্ষ্যে অনার্সসহ মাস্টার্স পর্যায়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আদলে দুইজন পরীক্ষকের পরিবর্তে একক পরীক্ষক পদ্ধতি প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।এ ছাড়াও শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমকে বিস্তৃত ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে এখন থেকে শিক্ষক প্রশিক্ষণ সাত সপ্তাহের পরিবর্তে চার সপ্তাহ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে বছরে একাধিক বিষয় ও বহুসংখ্যক শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়।সভায় একাডেমিক কার্যক্রম মনিটরিং ও শিক্ষার মানোন্নয়নের বিষয়ের ওপর বিশদ আলোচনা করা হয় এবং এ ব্যাপারে পরবর্তী একাডেমিক কাউন্সিলে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ, সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, লাইব্রেরিয়ান ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ একাডেমিক কাউন্সিলের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Advertisement