খেলাধুলা

মোহামেডানকে চ্যাম্পিয়ন করতে চান তামিম, তবে...

সর্বশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলতে পেরেছিল ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান লিমিটেড? জানতে হলে রীতিমত পরিসংখ্যান বই নিয়ে বসতে হবে। সেই ২০০৮-০৯ মৌসুমে সর্বশেষ শিরোপার স্বাদ নিয়েছিল সাদা-কালো শিবির। তামিম ইকবালের হাত ধরেই। এরপর শিরোপা কারে কয়, সেটাই ভুলে যেতে বসেছে মতিঝিলের ক্লাবটি। এবারও চ্যাম্পিয়ন হতে সেই তামিমকেই দলে ভিড়িয়েছে মোহামেডান। তবে কী এবার শিরোপাখরা ঘুচবে ঐতিহ্যবাহী ক্লাবটির!

Advertisement

তামিম ইকবাল এর উত্তর দিয়েছেন। বলেছেন, ‘ভালো দল গড়লেই কিংবা ভালো ভালো খেলোয়াড় থাকলেই কেবল কেউ চ্যাম্পিয়ন হতে পারে না। চ্যাম্পিয়ন হতে হলে ভাগ্যও সহায় থাকতে হয়। ভাগ্য যদি সঙ্গে থাকে, তাহলে আমরা সেরাটা দিয়েই চেষ্টা করবো। অন্তত মোহামেডানের হয়ে যে কয় ম্যাচ খেলবো, সেগুলোতে অবশ্যই ভালো খেলার চেষ্টা থাকবে আমার।’

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলার জন্য ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করতে ২৬ এপ্রিল দিকে সাসেক্সে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। তার আগে ঢাকা প্রিমিয়ার লিগে মাত্র কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাবেন জাতীয় দলে থাকা ক্রিকেটাররা।

প্রিমিয়ারে খেলার জন্য সোমবার দলবদল করে মোহাডানে নাম লিখিয়েছেন তামিম ইকবাল। ঢাকা লিগের গত আসরে আবাহনীতে ছিলেন তিনি এবং আকাশী-হলুদ শিবিরকে নেতৃত্ব দিয়ে শিরোপা এনে দিয়েছেন তিনি। এবারের আসরে নিজ দলের লক্ষ্য সম্পর্কে তামিম বলেন, ‘গত কয়েক বছর মোহামেডান চ্যাম্পিয়ন হয়নি। এবার যেভাবে দল গঠন হয়েছে, আমার কাছে মনে হয় সবকিছু ঠিকঠাক আছে। আমরা প্লেয়াররা যদি পারফরম করতে পারি তাহলে ভালো হবে। চ্যাম্পিয়ন হওয়াটা আমি মনে করি ভাগ্যের ব্যাপার। আশা করি এবার ভাগ্য আমাদের সাথে থাকবে।’

Advertisement

ভালো খেলতে পারলে যে ফলই হোক, সেটা সবাই মেনে নেবে বলে বিশ্বাস করেন তামিম। তিনি মনে করেন, সবার আগে প্রয়োজন ভালো ক্রিকেট খেলা। তামিম বলেন, ‘আমি যতগুলো ম্যাচই খেলব, চেষ্টা করবো নিজের সেরাটা দেয়ার জন্য। অন্যরাও চেষ্টা করবে নিজেদের সেরাটা দিতে। আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি তাহলে ফল যাই হোক, আমার মনে হয় সবাই এতে খুশি হবে।’

আইএইচএস/এমএস