আন্তর্জাতিক

ভূমিকম্পে নেপালে নিহত ৪৫০

উপমহাদেশজুড়ে শনিবার দুপুরে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে এখন পর্যন্ত দেশটিতে সাড়ে চারশো মানুষ নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। ভূকম্পনের আঘাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত নেপালের রাজধানী। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কাঠমাণ্ডু। খবর আনন্দ বাজার অনলাইন।নেপালে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৯ মাত্রা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে ৪৯ কিলোমিটার উত্তরপশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীর থেকে এর উৎপত্তি। আমেরিকার ভূতাত্বিক জরিপ অধিদফতর থেকে জানানো হয়, স্থানীয় সময় বেলা ১১টা ৫৬ মিনিটে ভূমিকম্পটি প্রথম আঘাত হানে।নেপালের বিভিন্ন জায়গায় বিধ্বংসী চেহারা দেখা যাচ্ছে। জনজীবন বিপর্যস্ত। কম্পন অনুভূত হতেই বাইরে বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। তবে তার আগেই ভেঙে পড়ে বহুতল। ফাটল ধরে রাস্তায়। আহত হয়েছেন বহু মানুষ।টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ভারতে ভূমিকম্পে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে বিহারেই ৯ জন। বিবিসির খবরে বলা হয়, নেপালের পাশাপাশি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানেও জোরালোভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে।বিএ/আরআই

Advertisement