তথ্যপ্রযুক্তি

৭০ শতাংশ কম খরচে বিগপ্রিন্ট লেজার টোনার

বিগপ্রিন্ট ব্র্যান্ডের নতুন লেজার প্রিন্টার টোনার কার্টিজ বাজারে ছেড়েছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড।

Advertisement

যা ব্যবহার করা যাবে এইচপি, ক্যানন, স্যামসাং, ব্রাদার, ডেল, লেক্সমার্ক, কনিকা মিনোলটাসহ যেকোন ব্র্যান্ডের লেজার প্রিন্টারে।

সম্প্রতি স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টরা এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে সিস্টেমআই-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেল আহমেদ বলেন, বিগপ্রিন্ট টোনার যে কোনো আন্তর্জাতিক ব্র্যান্ডের টোনারের সমপরিমাণ প্রিন্ট করতে সক্ষম ও অফিসের প্রিন্টিং খরচ সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত কমাবে।

Advertisement

তিনি জানান, বিগপ্রিন্ট টোনার আপাতত ঢাকার যে কোনো স্থানে হোম ডেলিভারি করা হবে এবং পর্যাক্রমে সারাদেশে ঘরে বসেই টোনার পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে বিগপ্রিন্ট টোনার প্রজেক্টের পরিচালক লুৎফুল এহসান ও আমির মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরএম/এমএমএ/জেআইএম

Advertisement