রাজনীতি

এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে : হান্নান শাহ

সিটি কর্পোরেশন নির্বাচনে যারা বিএনপির এজেন্ট হিসেবে কাজ করছেন তাদের বাসা বাড়িতে সরকার দলীয় লোকজন বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পারেশন নির্বাচনে দলটির সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।শনিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পারেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের বাসায় সংবাদ সম্মেলন গণমাধ্যমের কাছে তিনি এ অভিযোগ করেছেন।হান্নান শাহ বলেন, ‘সিটি নির্বাচনে সরকার নানা ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায়। এর অংশ হিসেবে আমাদের এজেন্টদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। নির্বাচনে দায়িত্ব পালন না করতে তাদের প্রভাবিত করা হচ্ছে।’বিএনপির এ নেতা বলেন, ‘ সিটি নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার স্বার্থে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় অবিলম্বে সেনা মোতায়েন করতে হবে। ৫ জানুয়ারির মতো সিটি নির্বাচনকে কলঙ্কিত করা হলে জনগণ ষড়যন্ত্রকারীদের ক্ষমা করবে না।এমএম/বিএ/আরআইপি

Advertisement