আন্তর্জাতিক

এক সপ্তাহে এশিয়াজুড়ে ২৬ ভূমিকম্প

গত এক সপ্তাহে এশিয়াজুড়ে ২৬ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত মাসে হয়েছে ১২৬ বার। আর গত এক বছরে ভূমিকম্প হয়েছে ১৫৩৯ বার। আমেরিকার ভূতত্ত্ব জরিপ অধিদফতর থেকে এ তথ্য জানা গেছে।ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে বেশিবার হয়েছে নেপালে। নেপালে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর বেশিরভাগই হয়েছে ভারতপুরে।  ভারতপুর জায়গাটার পরিচিতই মনে হয় ভূমিকম্পের জন্য। আজ (শনিবার) ১০ বার কম্পন অনুভূত হয়েছে এ জায়গাটিতে। ভূমিকম্পে নেপালে মৃত্যু হয়েছে ১৫ বছরের এক কিশোরীর। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এছাড়া নেপালের বিভিন্ন জায়গায় বিধ্বংসী চেহারা দেখা যাচ্ছে। জনজীবন বিপর্যস্ত। কম্পন অনুভূত হতেই বাইরে বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। তবে তার আগেই ভেঙে পড়ে বহুতল। ফাটল ধরে রাস্তায়। আহত হয়েছেন বহু মানুষ। তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। জোরকদমে কাজ করছে উদ্ধারকারী দল। নেপালের ধারা টাওয়ারে প্রায় ৪০০ জন আটকে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। এছাড়া দেশটির দশরথ স্টেডিয়ামে ফাটলের খবর পাওয়া গেছে। বিএ/এমএস

Advertisement