আন্তর্জাতিক

ভূমিকম্পে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি (ভিডিও)

উপমহাদেশজুড়ে শনিবার দুপুরে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেপালে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৯ মাত্রা। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় ভেঙে পড়ার পাশাপাশি হেলে পড়েছে বহুতল অনেক ভবন। খবর টাইম অব ইন্ডিয়া। নেপালের তথ্যমন্ত্রী মীরেন্দ্র রিজাল রাজধানী কাঠমান্ডুর আশেপাশের অনেক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন। উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে ৪৯ কিলোমিটার উত্তরপশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীর থেকে এর উৎপত্তি। আমেরিকার ভূতাত্বিক জরিপ অধিদফতর থেকে জানানো হয়, স্থানীয় সময় বেলা ১১টা ৫৬ মিনিটে ভূমিকম্পটি প্রথম আঘাত হানে। বিএ/এমএস

Advertisement