শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এরপর আবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে দ্বিতীয় দফায় ফের ভূকম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত ভূকম্পনের মাত্রা নিশ্চিত করতে পারেনি আবহাওয়া অধিদফতর।ভূমিকম্পের সময় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার মানুষ বাসাবাড়ি, অফিস-আদালত ছেড়ে রাস্তায় নেমে আসেন।রাজশাহী, কুষ্টিয়া মেহেরপুর, নোয়াখালী, মৌলভীবাজার, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও ও রাজবাড়ী প্রতিনিধিরা জানান, এ সব এলাকায় দুপুর সোয়া ১২টার দিকে ভূকম্পন অনুভূত হয়। এ সময় পুকুরের পানিতে ঢেউ খেলে যায়। বাড়িঘর কেঁপে উঠে। এতে আতঙ্কিত মানুষজন রাস্তায় বেরিয়ে আসে। এআরএস
Advertisement