শনিবার দুপুরে ভারতীয় উপমহাদেশে আঘাত শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থ ছিল নেপালের লামজং। আর ভূমিকম্পের মাত্রাও সবচেয়ে বেশি ছিল নেপালেই। সেখানে মাত্রা ছিল ৭.৯ মাত্রার। ভূমিকম্পের আরও খবর পাওয়া গেছে পুরো ভারতে। ভূমিকম্পে কেপে ওঠে রাজধানী দিল্লি, কলকাতা, লখনৌ, রাচি, জয়পুর, গুয়াহাটিসহ সারা ভারত।এ দিকে বাংলাদেশে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫। বাংলাদেশে ১২টা ১৪ মিনিটে ভূমিকম্পটি শুরু হয়। এসময় আতংকে রাস্তায় বেরিয়ে পড়েছে সাধারণ মানুষ।বিএ/আরআইপি
Advertisement