আইন-আদালত

সব ট্যানারিকে দিতে হবে ৫০ হাজার টাকা

হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের শর্তে ১৪২ প্রতিষ্ঠানকে ৩০ কোটি টাকা জরিমানা মওকুফ করেছেন আদালত। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে টাকা শ্রম মন্ত্রণালয়ে জমা দেয়ার নির্দেশও দেয়া হয়েছে। আদালত বলেছেন, শ্রমিকদের কল্যাণে এ টাকা দিতে হবে।

Advertisement

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা নেতৃত্বাধীন ৪ সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন।

শ্রমিকদের কল্যাণে ওই অর্থ ব্যয় হওয়ার পর যদি অবশিষ্ট থাকে তবে তা লিভার ফাউন্ডেশনে দিতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছেন।

ট্যানারি মালিকদের জরিমানার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন  শুনানিতে রোববার এসব আদেশ দিয়েছেন আদালত।

Advertisement

আদালতে আজ রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ট্যানারি মালিকদের পক্ষে শুনানি করেন ফজলে নূর তাপস। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। 

এফএইচ/এনএফ/এমএস