দেশজুড়ে

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল নেতা গুলিবিদ্ধ

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে শাহাজাহান (৪০) নামের এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে পাটকেলঘাটা থানার কুমিরা মটরসাইকেল স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।গুলিবিদ্ধ শাহাজাহান তালা উপজেলার ধানদিয়া কৃষ্ণনগর গ্রামের মৃত গহর সরদারের ছেলে ও ধান্দিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। পুলিশের দাবি, শাহাজাহান আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। রাতে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টাকালে পুলিশের সাথে সংঘর্ষে সে গুলিবিদ্ধ হয়। এদিকে আহতের মা খোদেজা বেগম জানান, ধান্দিয়া নতুনবাজার এলাকা থেকে তিনদিন আগে শাহাজাহানকে তুলে নিয়ে যায় পাটকেলঘাটা থানার এসআই মতিন। এরপর থেকে তার কোন হদিস পাওয়া যাচ্ছিল না। বার বার থানায় যোগাযোগ করা হলেও তার অবস্থান সম্পর্কে কিছুই জানায়নি পুলিশ। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, রাতে ৮/১০ জনের একটি ডাকাতদল কুমিরা মটরসাইকেল স্ট্যান্ড এলাকায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে ডাকাতরা। পুলিশও পাল্টা গুলি করলে শাহাজাহান ডান পায়ে গুলিবিদ্ধ হয়। তবে অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে শাহাজাহানকে আটক করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসএস/এআরএস/এমএস

Advertisement