দেশজুড়ে

ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা আজ

ঐতিহ্যবাহী আবদুল জব্বারের ১০৬তম বলীখেলা আজ শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আশপাশের দুই বর্গকিলোমিটার এলাকাজুড়ে বসেছে লোকজ মেলা। প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য বিভিন্ন অঞ্চলের খ্যাতনামা বলীরা ইতোমধ্যেই নাম তালিকাভুক্ত করেছেন। ব্যাপক জনপ্রিয় এ প্রতিযোগিতার গত কয়েকটি আসরে গড়ে ২০০ প্রতিযোগী অংশ নিলেও এবার অংশগ্রহণকারীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে বলে আয়োজকরা জানান। এদিকে আবদুল জব্বারের বলীখেলা উপলক্ষে শুক্রবার থেকে লালদীঘি ময়দান ও আশপাশের এলাকাজুড়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী বৈশাখী মেলা। মেলায় অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তারা এসেছেন নানা ধরনের পণ্যসামগ্রী নিয়ে। কোতোয়ালি মোড়, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মোড় ও কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় দোকান সাজিয়েছেন তারা। উল্লেখ্য, ১৯০৯ সালে চট্টগ্রাম শহরের বদরপতি এলাকার ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এক বলীখেলা বা কুস্তি প্রতিযোগিতার আয়োজন করেন। ব্রিটিশবিরোধী আন্দোলন বেগবান করতেই তিনি এ খেলার সূচনা করেছিলেন বলে জানা যায়। তার মৃত্যুর পরে এ খেলা পরিচিতি পায় জব্বারের বলীখেলা নামে। এআরএস/এমএস

Advertisement