বর্তমান সময়ে ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের নাম বলতে গেলে প্রথমেই চলে আসে বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স ও স্টিভেন স্মিথের নাম। ব্যাট হাতে ক্রিকেটের যে কোন ফরমেটে একের পর এক তাণ্ডবে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন এ ব্যাটসম্যানরা। তবে এদের মধ্যে সেরা কে? এমন এক প্রশ্নের জবাবে বিরাট কোহলিকেই বেছে নিলেন ডি ভিলিয়ার্স।
Advertisement
বর্তমানে কে সেরা ব্যাটসম্যান এমন প্রশ্নের জবাবে ডি ভিলিয়ার্স বলেন, ‘কোহলি তিন ফরম্যাটেই ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছে। কোন সন্দেহ নেই যে এই মুহূর্তে ও বিশ্বের সেরা ব্যাটসম্যান। কোহলি তিন ফরম্যাটেই সেরা। যদিও ওর প্রতিদ্বন্দ্বী হিসেবে স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন ও কুইন্টন ডি ককের নাম আসবে।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এক সঙ্গেই খেলেন কোহলি ও ভিলিয়ার্স। তাই দীর্ঘ দিন কোহলিকে কাছ থেকে দেখেছেন ডানহাতি প্রোটিয়া ব্যাটসম্যান ভিলিয়ার্স।
এদিকে কোহলির স্টাইলিস্ট ব্যাটিংয়ের প্রশংসা করে এবি আরও বলেন, ‘কয়েক বছর আগে আমিও কোহলির মত প্রাণবন্ত ক্রিকেট খেলতাম। এখন আমি সব ফরমেটে খেলি না। তবে আমি কোহলির ব্যাটিং দারুণ উপভোগ করি। ও হারতে জানে না।’
Advertisement
এমআর/এমএস