দেশজুড়ে

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা তিস্তাসহ সব নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলায় বন্যা পরিস্থিতি আবারো অবনতি হয়েছে।স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমা দিয়ে প্রবাহিত হচ্ছে। নুন খাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ৯ সেন্টিমিটার এবং সেতু পয়েন্টে ধরলার পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।বন্যা কবলিত চর ও দ্বীপচরের দেড় লক্ষাধিক মানুষ ১৩ দিন ধরে পানি বন্দি রয়েছেন। কলা গাছের ভেলা, নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে। দুর্গম এলাকয় ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। এতে অনাহারে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীর। দেখা দিয়েছে পানি বাহিত নানা রোগ।জেলা প্রশাসক এবিএম আজাদ জানান, বন্যার্তদের জন্য ৫০০ মেট্রিক টন চাল ও ১১ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেলেও এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৩০০ মেট্রিক টন চাল ও ৪ লাখ টাকা। শিগগিরই বাকি চাল ও টাকা বিতরণ করা হবে।

Advertisement