আন্তর্জাতিক

বঙ্গবন্ধুর নামে পার্ক স্ট্রিটের নামকরণে শেখ হাসিনার কৃতজ্ঞতা

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ভারতের রাজধানী নয়াদিল্লির পার্ক স্ট্রিটের নামকরণের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এ ধন্যবাদ জানান।

Advertisement

শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাস্তার নামকরণে আমি অভিভূত। স্বরাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ নামকরণের জন্য রাস্তা পছন্দ করেছেন, অসংখ্য ধন্যবাদ তাকেও।’

নরেন্দ্র মোদি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের বন্ধু ছিলেন। তার নামে নামকরণের মধ্য দিয়ে রাস্তাটি বিখ্যাত হলো।’

চার দিনের সরকারি সফরে ভারতে যাওয়ার পর শুক্রবার রাতে নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) পার্ক স্ট্রিটের নাম বঙ্গবন্ধুর নামে রাখার সিদ্ধান্ত নেয়।

Advertisement

বন্ধুত্বের নিদর্শন হিসেবেই রাস্তাটির নামকরণ বঙ্গবন্ধুর নামে করা হয়েছে। এনডিএমসি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এর আগে সাংবাদিকদের জানান, ‘শেখ হাসিনার সফরের আগে পার্ক স্ট্রিটের নাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছেন তারা। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এজন্য তড়িঘড়ি করে রাস্তাটির নামকরণ বঙ্গবন্ধুর নামে করার কাজ শেষ করা হয়েছিল। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভারতে এটাই শেখ হাসিনার প্রথম রাষ্ট্রীয় সফর।

২০১০ সালের জানুয়ারিতে সর্বশেষ ভারত সফর করেন তিনি। এরপর ২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে করেন।

কেএ/এসআইএস/আরআইপি

Advertisement