আন্তর্জাতিক

নারী নির্যাতনের জন্য চলচ্চিত্রকে দুষলেন ভারতীয় মন্ত্রী

চলচ্চিত্রে সহিংস দৃশ্য দেখানোর ফলে নারীর ওপর সহিংসতা বাড়ছে বলে অভিযোগ করেছেন ভারতের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মণিকা গান্ধী।

Advertisement

চলচ্চিত্রে নারীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

‘চলচ্চিত্র দেখে পুরুষরা মনে করে নারীর ওপর সহিংসতা চালিয়ে তারা পার পেয়ে যাবে। চলচ্চিত্রে দেখেন কী বার্তা দিচ্ছে, ইভটিজিংয়ের মধ্য দিয়ে রোমান্টিক দৃশ্যের অবতারণা ঘটছে। বন্ধুসমেত কেউ একজন কোনো নারীকে ঘিরে ধরে, তার পা থেকে মাথা অবধি রোমান্টিকভাবে দেখছে। তারপর তাকে স্পর্শ করছে। এরপর ধীরে ধীরে প্রেম শুরু হচ্ছে।’ গোয়াতে এক অনুষ্ঠানে মণিকা এসব কথা বলেন।

তিনি আরো জানান, বলিউডসহ অন্যান্য ইন্ডাস্ট্রির চলচ্চিত্রে এ ধরনের দৃশ্য উপস্থাপনের ফলে নারী নির্যাতনের মতো ঘটনা দিনদিন বেড়েই চলেছে। তার ভাষায়, ‘প্রত্যেক চলচ্চিত্র শুরু হয় ইভটিজিং দিয়ে, সেটা হিন্দি কিংবা এ অঞ্চলের যে চলচ্চিত্রই হোক।’কেএ/এনএফ/এমএস

Advertisement