জাহাপনা আপনি আউটরাজা নেমেছেন ক্রিকেট খেলতে। অন্য রাজ্যের এক অতিথি হলেন বোলার। বোলার বল ছুঁড়লেন, বল লাগলো রাজার পায়ে। চিৎকার করে উঠলেন বোলার-বোলার : হাউজ দ্যাট!আম্পায়ার : জাহাপনা, আমার মনে হয়, এই মুহূর্তে প্রাসাদের অভ্যন্তরে গিয়ে রাজকার্যে মনোনিবেশ করা আপনার জন্য একান্ত জরুরি।রাজা : কী বলছ, ঠিক বুঝতে পারছি না। সহজ করে বলো।আম্পায়ার : জাহাপনা আপনি আউট!
Advertisement
****
বাথরুমে যেতে হবেছাত্র : স্যার আমি পড়া ভুলে গেছি।শিক্ষক : হাত পাতো, তোমাকে যে মার খেতে হবে।ছাত্র : তাহলে আমাকে বাথরুমে যেতে হবে।শিক্ষক : কেন?ছাত্র : হাত ধুতে। মা বলেছে। কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই যেন হাত ধুয়ে নিই।
****
Advertisement
কিছু মনে করবেন না ম্যাডামদুই মহিলা এক জায়গায় বসে কথা বলছিলেন। কথা প্রসঙ্গে প্রথম মহিলা দ্বিতীয়জনকে বললেন– প্রথম মহিলা : আমার স্বামী এতোই আত্মভোলা যে বাজারে গেলে মাছ কিনবে তো তরকারি ভুলে রেখে আসবে, আর তরকারি কিনবে তো মাছ কিনবে না। দ্বিতীয় মহিলা : আমার স্বামী আরো বেশি আত্মভোলা। সেদিন বাজারে করতে গিয়েছিলাম। সেখানে অফিসযাত্রী স্বামী আমাকে দেখে বললেন– ‘কিছু মনে করবেন না ম্যাডাম, আপনাকে যেন আমার খুব পরিচিত বলে মনে হচ্ছে। আপনাকে কোথায় যেন দেখছি।
এসইউ/এমএস