খেলাধুলা

অধিনায়কত্ব নয় সাকিবের নজর আইপিএলে

মাশরাফির অবসরের ঘোষণার পর থেকেই টি-টোয়েন্টিতে তার উত্তরসূরি হিসেবে সাকিবের নাম শোনা যাচ্ছেন। বিসিবি সভাপতিরও প্রথম পছন্দ সাকিব। তবে এখনই অধিনায়কত্ব নিয়ে ভাবছেন না বিশ্বসেরা এই অল রাউন্ডার। তার ভাবনায় এখন শুধু আইপিএল।

Advertisement

আইপিএলের চলতি মৌসুমেও কলকাতার হয়ে মাঠে নামবে টাইগার এই তারকা। আজ (শুক্রবার) শ্রীলঙ্কা থেকেই দলের সঙ্গে যোগ দিবেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, `আপাতত অধিনায়কত্ব নিয়ে ভাবছি না। গুরুত্বপূর্ণ হচ্ছে দলের সঙ্গে থাকা এবং অবদান রাখা। চেষ্টা করা যে দলের জন্য কতটা ভালো করা যায়। আমি এখন আইপিএল নিয়েই ভাবছি।`

এদিকে ম্যাচে শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফিকে নিয়ে সাকিব বলেন, ‘মাশরাফি ভাই ইজ ভেরি স্পেশাল। দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তিনি, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। একা একটি দলকে আগলে রাখতেন। অবশ্যই আমরা তাকে মিস করবো।’

সাকিবের প্রত্যাশা মাশরাফির নেতৃত্বে ওয়ানডেতে আরও অনেকদূর এগিয়ে যাবে বাংলাদেশ। সাকিব বলেন, ‘ওয়ানডে দলেও তিনি সব সময় বিশাল একটি প্রভাব নিয়ে খেলবেন। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি ব্যক্তিগতভাবে তার সাফল্যই কামনা করবো।’

Advertisement

এমআর/পিআর