খেলাধুলা

‘সাকিব সক্রিয় থাকায় ভালো হয়েছে’

টি-টোয়েন্টিকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন প্রথম ম্যাচের আগেই। শেষ ম্যাচে মাঠে নামার পর থেকেই খানিকটা অস্থিরতা দেখা যায় মাশরাফির মধ্যে। আর ফিল্ডিং নামার ঠিক আগে সতীর্থরা গার্ড অব অনার দেওয়ার সময় সেটা আরও বেড়ে যায়। তবে মাঠে সাকিব সক্রিয় থাকায় নিজেকে নিয়ন্ত্রণ করা সহজ হয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন টি-টোয়েন্টিকে বিদায় জানানো টাইগার অধিনায়ক মাশরাফি।

Advertisement

সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। সাকিব সক্রিয় থাকাতে আমার জন্য ভালো হয়েছে।’

নতুন অধিনায়ক হিসেবে যেই আসুক না কেন, তার জন্য শুভকামনা জানিয়ে মাশরাফি আরও বলেন, ‘আমি পক্ষ থেকে তার জন্য অনেক অনেক শুভ কামনা আছে। শুধু তার জন্য না পুরো বাংলাদেশ টি-টোয়েন্টি দলের জন্য। আপনারা সাকিবের কথা বলছেন, যেই হোক, আমার বিশ্বাস সে বাংলাদেশ দলকে অনেক সামনে এগিয়ে নেবে এখান থেকে।’

এমআর/পিআর

Advertisement