পাতালরেলে বোমা বিস্ফোরণে ১৪ জনের প্রাণহানির ঘটনার তিনদিন পর আবারও বিস্ফোরণে কেঁপে উঠেছে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ। বৃহস্পতিবার শহরের একটি অাবাসিক ভবনে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।
Advertisement
স্থানীয় উদ্ধারকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, সেন্ট পিটার্সবুর্গের আবাসিক ভবনে প্রচুর বিস্ফোরণ ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, বৃহস্পতিবার ওই এলাকায় একটি বিস্ফোরক ডিভাইস উদ্ধার করা হয়েছে। এই এলাকার পাশেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাশিয়া জরুরি মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা আরআইএ বলছে, বিস্ফোরণে ভবনের কিছু অংশ ধসে পড়ে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
Advertisement
গত সোমবার সেন্ট পিটার্সবুর্গের পাতালরেলে বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছে আরো কয়েকজন। কর্তৃপক্ষ পিটার্সবুর্গের ওই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে দাবি করেছে।
এসআইএস/জেআইএম