মাশরাফির বিদায়ী টি-টোয়েন্টি ম্যাচটা জয় দিয়ে রাঙাতে চান বাংলাদেশের ক্রিকেটাররা। যে যেভাবে পারবে সেভাবে পারফর্ম করতে বদ্ধপরিকর। বিদায় বেলায় নেতাকে যদি একটি জয় উপহার দেয়া যায়, তার চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। এই ধারণা থেকে দারুণ অনুপ্রাণিত বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সে কারণেই হয়তো, টস জিতে ব্যাট করতে নামার পর শ্রীলঙ্কান বোলারদের ওপর দারুণ চড়াও হয়ে খেলা শুরু করেছেন বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস এবং সৌম্য সরকার।
Advertisement
মাত্র পাঁচ ওভারেই লঙ্কান বোলারদের একের পর এক বাউন্ডারির ওপারে আছড়ে ফেলে ৫৬ রান তুলে নিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার। রান তোলার গড় ১১.২০ করে। এ সময় ১৮ বলে ২৮ রান ছিল ইমরুলের আর সৌম্যর ছিল ১২ বলে ২৪ রান।
কিন্তু হঠাৎই যেন ছন্দপতন। ৬.৩ ওভারে ৭১ রানের ঝড়ো জুটি গড়ার পর বিচ্ছিন্ন হয়ে যান ইমরুল আর সৌম্য। আসেলা গুনারত্নেকে খুব সহজেই রিটার্ন ক্যাচ দিয়ে বসেন সৌম্য সরকার। ১৭ বলে ৩৪ রান করে আউট হন তিনি। ৪টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার ছিল সৌম্যর ব্যাটে।
পরের ওভারেই রানআউটে কাটা পড়েন ইমরুল কায়েস। ২৫ বলে ৩৬ রান করার পর সাব্বির রহমানের সঙ্গে দ্রুত এক রান নিতে গিয়ে পেরেরা-থারাঙ্গায় রান আউট হয়ে যান ইমরুল। ৪টি বাউন্ডারির সঙ্গে তার ছিল ১টি ছক্কার মার।
Advertisement
ইমরুল-সৌম্যর আউট হওয়ার পর বাংলাদেশ দলের হাল ধরেন সাব্বির রহমান আর সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় টি-টোয়েন্টি তারকা দু’জন। এ দু’জনের ব্যাটে ৯.৫ ওভারেই ১০০ ছুঁয়ে ফেলে বাংলাদেশ। লঙ্কান বোলারদের দেখে-শুনে খেলে বাংলাদেশকে বড় স্কোরের দিকে নিয়ে যাচ্ছিলেন এই দুই ব্যাটসম্যান।
কিন্তু ডান হাতি ফাস্ট মিডিয়াম বোলার ভিকুম সঞ্জয়ার বলে লাইন মিস করেন সাব্বির। সোজা ব্যাটে ঠেকাতে গিয়েও অফ স্ট্যাম্প মিস করে ফেলেন। সুতরাং ব্যাটকে ফাঁকি দিয়ে গিয়ে বল আঘাত হানে অফ স্ট্যাম্পে। ৪৬ রানের জুটিটিও ভেঙে যায় সাথে সাথে। ১৮ বলে ১৯ রান করে আউট হয়ে যান সাব্বির।
সাব্বির আউট হয়ে গেলেও দারুণ খেলছিলেন সাকিব আল হাসান। ৩১ বলে তার ৩৮ রানের ইনিংস বাংলাদেশকে বড় স্কোরেরই স্বপ্ন দেখাচ্ছিল; কিন্তু ১৬তম ওভারের শেষ বলে নুয়ান কুলাসেকারার বলে বোল্ড হয়ে গেলেন তিনি। ফাইন লেগের ওপর দিয়ে স্কুপ করতে চেয়েছিলেন সাকিব; কিন্তু পুরোপুরি পরাস্ত হলেন।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৯। মোসাদ্দেক হোসেন সৈকত রয়েছেন ৫ রানে। নতুন ব্যাটসম্যান মাহমদুউল্লাহ রিয়াদ।
Advertisement
আইএইচএস/পিআর