আইন-আদালত

ছিনতাই চেষ্টা মামলায় এএসআই রিমান্ডে

১৮ হাজার ৮০০ মার্কিন ডলার ছিনতাই চেষ্টা অভিযোগের মামলায় রাজধানীর উত্তরা পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীরকে দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

Advertisement

বৃহস্পতিবার তাকে ঢাকার মহানগর মুখ্য (সিএমএম) আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানায় দ্রুতবিচার আইনে দায়ের করা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক নুর আলম সিদ্দিকী।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে মামলার অপর আসামি মাসুম বিল্লাহ ঢাকা মহানগর হাকিম নুরনবীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গতকাল বুধবার তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ৫ এপ্রিল আসামিরা পরস্পর যোগসাজশে উত্তরা পূর্ব থানা এলাকায় জনৈক ইলিয়াস হোসেনের কাছ থেকে ১৮ হাজার ৮০০ মার্কিন ডলার ছিনতাইয়ের চেষ্টা করেন। এ ঘটনায় ইলিয়াস হোসেন উত্তরা পূর্ব থানায় দ্রুতবিচার আইনে মামলা করেন।

Advertisement

জেএ/জেডএ/জেএইচ/জেআইএম