ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, ছাত্রলীগের শুরুতে ছাত্র, তারপর লীগ। সুতরাং ছাত্রলীগ করতে হলে অবশ্যই ভালো ছাত্র হতে হবে।
Advertisement
বৃহস্পতিবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের ৮ম সম্মেলনে তিনি এ কথা বলেন। দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়।
সাইফুর রহমান সোহাগ বলেন, মেধা দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করাই ছাত্রলীগের কাজ। প্রধানমন্ত্রীও বলেছেন, শুধুমাত্র ভাল কর্মী হলেই হবে না, ভালো ছাত্র হতে হবে।
ছাত্রলীগ সভাপতি বলেন, আমারা সারা বাংলায় ছাত্রলীগের প্রায় এক কোটি নেতাকর্মী আছি। আমাদের প্রত্যেককে তাদের পরিবার, প্রতিবেশী, মহল্লায় খোঁজ নিতে হবে। যদি কোনো নিরক্ষর বা স্বাক্ষরজ্ঞানহীন লোক থাকে তাদেরকে অক্ষরজ্ঞান দান করা ছাত্রলীগের কর্তব্য।
Advertisement
তিনি আরও বলেন, যারা ছাত্রলীগ করেন বা করবেন তাদেরকে অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে। অসমাপ্ত আত্মজীবনী না পড়লে কেউ বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানতে পারবে না। তার আদর্শ ধারণ করে বর্তমানে দেশে জঙ্গিদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করা হয়েছে তাতে অংশগ্রহণ করতে হবে। জঙ্গি নির্মূলের পূর্ব পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ এর বিরুদ্ধে কাজ করবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
ইবি শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের সঞ্চালনায় সম্মেলনে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/জেআইএম
Advertisement