ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে দেশবরেণ্য আলেম ও শিশু-কিশোর ক্বারী ও শিল্পীদের কোরআন তেলাওয়াত ও ইসলামি সঙ্গীত পরিবেশনে মুখরিত হয়েছে উঠেছে পুরো সমাবেশ প্রাঙ্গণ।
Advertisement
শিশু-কিশোরদের কণ্ঠে গাওয়া বিভিন্ন ইসলামী সঙ্গীতে উদ্যান ও তার আশপাশে অবস্থানরত লক্ষাধিক মানুষ দাঁড়িয়ে তাদের সঙ্গে কণ্ঠ মেলাচ্ছেন। অনেকেই শিল্পীদের সঙ্গে উচ্চস্বরে ইসলামী সঙ্গীত গাইতে থাকেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে মঞ্চে বিভিন্ন বয়সের বিশ্বসেরা শিশু ক্বারীর কণ্ঠে কোরআন তেলাওয়াতের কণ্ঠ ভেসে আসে। থেমে থেমে একই বয়সী শিল্পীদের কণ্ঠে ভেসে আসে ইসলামি সঙ্গীত। সকাল পর্যন্ত পুরো সমাবেশ প্রাঙ্গণ যেন শিশু-কিশোররাই দখল করে রেখেছে। তবে কখনও কখনও বড়দের কণ্ঠেও গান শোনা গেছে। প্রতিটি গানই ছিল সুমধুর।
এর আগে সকাল থেকেই পুরো সোহরাওয়ার্দী উদ্যান ভরে উঠেছে আলেমদের পদচারণায়। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও সমাবেশ স্থলে প্রবেশের চেষ্টা সবার। এ সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা এক লাখ ৬ হাজার ৭৭৩ জন নিবন্ধিত আলেম অংশ নিচ্ছেন।
এমএসএস/এআরএস/আরআইপি
Advertisement