বিনোদন

চোখে-মুখে সীমাহীন স্বপ্নের ঝলকানি

তরুণ প্রতিভাবান মডেল মোস্তফা। স্বপ্ন দেখতে ভালোবাসেন। আর শৈশ্ববের সেই স্বপ্নটাই আজ মডেল হওয়ার পেছনে বড় অনুপ্রেরণা তার। আনুষ্ঠানিকভাবে মডেলিং শুরু করেছিলেন ২০১১ সালে। আজিজ মার্কেটের একটি ফ্যাশন হাউজের মডেল হিসেবে। সেই যে শুরু; এরপর আর কখনোই পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। মেধা ও দক্ষতার বিকাশ ঘটিয়ে নিয়মিতই কাজ করে যাচ্ছেন তরুণ প্রতিভাবান মডেল গোলাম মোস্তফা।ফ্যাশন হাউজ ব্ল্যাক এর নিয়মিত মডেল মোস্তফা। এই সময়ের মধ্যে কাজ করেছেন মুসলিম কালেকশন, বালুচর, টেক্সমার্ট এবং লোটোর মডেল হিসেবে। সামনেও বেশ কয়েকটি ফ্যাশন হাউজের কাজ রয়েছে তার।মোস্তফার স্বপ্ন একজন আদর্শ মডেল হিসেবে নিজেকে মেলে ধরা। মডেলদের মধ্যে তার আইডল আদিল হোসেন নোবেল। এছাড়া আসিফ আজিম, নিবির আদনান নাহিদকেও ফলো করেন তিনি।বাংলাদেশে মডেলিং পেশাটা খুবই কঠিন। এখনও সার্বজনীন হয়ে উঠেনি তা। আর কঠিন এই প্রতিযোগীতায় ঠিকে থাকতে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে চান মোস্তফা। এ বিষয়ে তিনি বলেন, আমি প্রতিনিয়তই শিখছি। সম্প্রতি তিন মাসের একটি গ্রুমিং কোর্স সম্পন্ন করেছি। এ বিষয়ে আরও শিখতে চাই। দেশি-বিদেশি ফ্যাশন ম্যাগাজিন, গুগল-ইউটিউব বেশি করে দেখি এবং শেখার চেষ্টা করি। এছাড়া সুযোগ পেলেই ফ্যাশন সংশ্লিষ্ট মানুষগুলোর পরামর্শ নিই।আরএস

Advertisement