খেলাধুলা

চেলসির মাঠে সিটির হার

প্রথম লেগে নিজেদের মাঠে হারের পর চেলসির মাঠে প্রতিশোধের সুযোগ ছিল ম্যান সিটির। তবে উল্টো এবারও হেরে গেছে সিটিজেনরা। হ্যাজার্ডের জোড়া গোলে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার দল।

Advertisement

আগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে হারের স্বাদ পাওয়া চেলসি নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১০ মিনিটে লিড পায় ব্লুজরা। সেজার আসপিলিকুয়েতার বাড়ানো বলে জোরালো শটে ঠিকানা খুঁজে পান হ্যাজার্ড।

খেলার ২৬ মিনিটে চেলসি গোলরক্ষক কোর্তোয়ার ভুলে সমতায় ফেরে ম্যানসিটি। কোর্তোয়ার শট সোজা পেয়ে যান ৩০ গজ দূরে থাকা  সিলভা। স্পেনের এই মিডফিল্ডারের শট ফেরালেও ফিরতি শটে বল জালে জড়ান আগুয়েরো।

ম্যাচের ৩৫ মিনিটে ডি বক্সের মধ্যে পেদ্রোকে ফাউল করলে পেনাল্টির বাঁশি দেন রেফারি। হ্যাজার্ডের দুর্বল শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি সিটি গোলরক্ষক; ফিরতি শটে লক্ষ্যভেদ করেন বেলজিয়ামের এই ফরোয়ার্ডই।

Advertisement

বিরতি থেকে ফিরে সমতায় ফেরার সুযোগ পায় সিটিজেনরা। তবে অধিনায়ক ভিনসেন্ট কম্পানির হেড ফিরিয়ে দেয় ক্রসবার। ফলে টানা তিন ড্রয়ের পর এবার হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়লো সিটি।

এদিকে একই রাতে শেষ মুহূর্তের গোলে এএফসি বোর্নমাউথের সঙ্গে ২-২ ড্র করেছে লিভারপুল। আর মেসুত ওজিলের নৈপুণ্যে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল।

এমআর/আরআইপি

Advertisement