ক্যাম্পাস

রুয়েটের হলে বহিরাগত ছাত্রী নিয়ে উত্তেজনা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্র হলে বহিরাগত এক ছাত্রীর প্রবেশ নিয়ে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার দুপুরে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শহীদ লে. সেলিম হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরে তা কিছুটা শান্ত হয়।বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, সোমবার দুপুর সোয়া ১টার দিকে রুয়েট ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক শিফাইনের নেতৃত্বে ছাত্রলীগকর্মী আসিফ নেওয়াজ সাগর ও রাহাত রংপুর কারমাইকেল কলেজের এক ছাত্রী ও তার এক বন্ধুকে নিয়ে সেলিম হলের ২০৮ নম্বর কক্ষে প্রবেশ করেন।তারা জানান, ঘটনাটি হলের শিক্ষার্থীরা জেনে যাওয়ার প্রায় ৪০ মিনিট পর ওই ছাত্রীকে অতিথি কক্ষে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের ২০-২৫ নেতাকর্মী অতিথি কক্ষে তালা লাগিয়ে হলের বাইরে অবস্থান নেন।পরে রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম রোজ ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান হিমেলের নেতৃত্বে ১০-১২ নেতাকর্মী হলের ভেতরে অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হোসেন তুহিনের নেতৃত্বে ১০-১২ ছাত্রলীগ নেতাকর্মী ঘটনাস্থলে গেলে উত্তেজনা আরও বেড়ে যায়।এর কিছুক্ষণ পর মতিহার থানা পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল ৪টার দিকে ওই ছাত্রী ও ছাত্রকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, বহিরাগত দুই ভাই-বোন রুয়েটের সেলিম হলে তাদের চাচাতো ভাইয়ের কাছে যায়। হলের কিছু শিক্ষার্থী তাদের আটকে রাখলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করে।

Advertisement