প্রতিদিনের বাজার করার ঝক্কি থেকে মুক্তি দেয় ফ্রিজ। হঠাৎ কোনো আত্মীয় এলে অনেক সময় ফ্রিজের খাবারই ভরসা। সব খাবার দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা সম্ভব হয় না। চলুন জেনে নিই, খাদ্যের গুণাগুণ ধরে রেখে কোন খাবার কতোদিন ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন-১. মাংস ১ -২ মাস২. পাউরুটি ২ -৩ মাস৩. মাংস ২ -৩ মাস (রান্না করা)৪. হাঁস-মুরগির মাংস ৪ মাস(রান্না করা)৫. অন্যান্য খাবার ২ -৩ মাস(রান্না করা)৬. ফল ৮ -১২ মাস৭. স্যুপ ২ -৩ মাস৮. কাঁচা মুরগি (আংশিক) ৯ মাস৯. কাঁচা মুরগি (আস্ত) ১ বছর১০. শাকসবজি ৮ -১২ মাসলক্ষ্য করুন :১. খাবার কেনার প্রায় সঙ্গে সঙ্গেই তা ফ্রিজে রাখুন। তাজা অবস্থায় ফ্রিজে রাখলে বেশিদিন খাদ্যমান ধরে রাখা যায়।২. একসঙ্গে অনেক খাবার ফ্রিজে রাখতে হলে আগে রাখা কিছু খাবার ফ্রিজ থেকে সরিয়ে ফেলুন।৩. কৌটার খাবার ও খোসাসহ ডিম ফ্রিজে না রাখাই ভালো। কৌটা বা ডিমের খোসা ফেটে গেলে এর ভেতর ব্যাক্টেরিয়া ঢুকে পড়ার আশঙ্কা থাকে।৪. গরম খাবার ঠাণ্ডা করে ফ্রিজে রাখলে এর খাদ্যমান বজায় থাকে।৫. মোড়কজাত মাংস দীর্ঘ সময় ফ্রিজে রাখার প্রয়োজন হলে বাড়তি প্লাস্টিকের ব্যাগ দিয়ে তা আরও ভালোভাবে মুড়িয়ে নিন।৬. খাবারটি কতদিন সংরক্ষণ করতে হবে তা খাবারের প্যাকেটের গায়ে লিখে রাখলে এ বিষয়টি মনে রাখা সহজ হবে।৭. তাজা ফল সংরক্ষণের আগে তা ভালো করে ধুয়ে, শুকিয়ে ছোট ছোট করে কেটে ব্যাগে সংরক্ষণ করা উচিত। অনেকে এর স্বাদ, গন্ধ ধরে রাখার জন্য চিনি বা সিরাপ দিয়েও সংরক্ষণ করে থাকেন।৮. স্বাদ, গন্ধ ও রঙ ধরে রাখার জন্য ফ্রিজে সংরক্ষণের আগে শাকসবজি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সিদ্ধ করে ঠাণ্ডা করে নিন। এরপর বক্সে ভরে ফ্রিজে রাখুন।৯. প্রতিটি খাবার খুব ভালো ভাবে এয়ারটাইট করে রাখুন। এতে খাবারের গুণাগুণ দীর্ঘ দিন ভালো থাকবে।এইচএন/আরআইপি
Advertisement