ধর্ম

মদিনায় কুরআন বিশ্বকোষ ভবন নির্মাণের পরিকল্পনা

পবিত্র মসজিদুল হারামাইন ওয়াশ শরিফাইনের সম্মানিত খাদেম ও সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ মদিনা মুনাওয়ারায় পবিত্র কুরআনুল কারিমের বিশ্বকোষ ভবন নির্মাণের অনুমোদন দিয়েছেন। খবর সৌদি গ্যাজেট।

Advertisement

কুরআনুল কারিমের বিশ্বকোষ ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদনের বিষয়টি সৌদি আরবের ক্রাউন প্রিন্স সুলতান বিন সালমান ঘোষণা দিয়েছেন। তার ঘোষণা থেকে জানা যায়, কুরআন বিশ্বকোষ ভবনে পবিত্র কুরআনে বর্ণিত সব জ্ঞানের সমারোহে সমৃদ্ধ ও সুসজ্জিত হবে।

মদিনার প্রিন্স মুহাম্মদ আন্তর্জাতিক বিমান বন্দর সংলগ্ন বাদশাহ সালমান রোডে ২ লক্ষ স্কয়ারফিটের বিশাল আয়তনে নির্মিত হবে কুরআন বিশ্বকোষ ভবন। যা ২০১২ সালে ভবন নির্মানের প্রস্তাব দেয়া হয়।

খুব শিগগিরই কুরআন বিশ্বকোষ ভবনের জন্য ডিজাইন চেয়ে আন্তর্জাতিক দরপত্র আহবান করা হবে। এটি নির্মিত হলে এ কুরআন বিশ্বকোষ ভবনই হবে আরব বিশ্বের অন্যতম জ্ঞান চর্চার প্রাণকেন্দ্র।

Advertisement

এমএমএস/পিআর