খেলাধুলা

আইপিএলের দশম আসরের পর্দা উঠছে আজ

সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে আইপিএলের দশম আসরের পর্দা উঠছে আজ। তবে তার আগে অনুষ্ঠিত হবে আইপিএলের জাকজমক উদ্বোধনী অনুষ্ঠান। আর অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।

Advertisement

এদিকে এবারই প্রথম আটটি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। এ নিয়ে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা জানান, `উদ্বোধনী অনুষ্ঠান ৮ শহরে করার পরিকল্পনা আমার নয়। বোর্ডের সদস্যরা বসেই এটা ঠিক করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন পর্বে দেশের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করা হবে। এছাড়া বলিউডের তারকারাও এখানে অংশ নিবেন।`

হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের মূল অনুষ্ঠানে পারফর্ম করবেন শাহরুখ খান, হৃতিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকান। এদিকে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছেন, ১৫ এপ্রিল কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লি ডেয়ারডেভিলসের উদ্বোধনী ম্যাচের আগে পরিনীতি চোপড়া পারফর্ম করবেন ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের দাবি, কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইডেন গার্ডেনে মাতাতে আসছেন শ্রদ্ধা কাপুর এবং মোনালি ঠাকুর। তবে কেকেআরএর মালিক শাহরুখ খানের ঝলকও দেখতে পারে ইডেনের দর্শকরা উদ্বোধনী অনুষ্ঠানের দিন।

Advertisement

গুজরাট লায়নসের হয়ে তার স্টান্ট দেখাবেন জ্যাকি পুত্র টাইগার। রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম দেখতে পাবে টাইগারের পারফরম্যান্সের ঝলক। এদিকে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাব্যক্তিদের দাবি, তারা উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে কিছুই জানেন না, মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাদেরও একই মত পাঞ্জাব ক্রিকেট কর্তাদের মতো।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হবে ভারতের ৫ কিংবদন্তি তারকা শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড় ও  শেবাগ।

এমআর/আরআইপি

Advertisement