জাতীয়

এসএমএসের মাধ্যমে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

আসন্ন ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্র কোথায় তা এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। বৃহস্পতিবার ইসি পরিচালক (গণসংযোগ) এস এম আসাদুজ্জামান একথা জানান।ভোটারদের জাতীয় পরিচয়পত্রের নম্বর ১৭ ডিজিটের হলে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে পিসি স্পেস এনআইডি নম্বর (PC  NID No.) টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ভোট কেন্দ্রের নাম জানা যাবে।যাহাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের তাদেরকে এসএমএস অপশনে পিসি লিখে স্পেস দিয়ে চার ডিজিটের জন্মসন লিখে ১৩ ডিজিটের এনআইডি নম্বর টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে।আর যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু এনআইডি কার্ড পাননি, সেক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে পিসি টাইপ করে স্পেস দিয়ে ভোটার নিবন্ধন নামের স্লিপ নম্বর লিখে স্পেস দিয়ে দিন-মাস-বছর লিখে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে। এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। প্রয়োজনে ০৩৫৯০১২৩৪৫৬ নম্বরে ফোন করে সহায়তা নেয়া যাবে।এইচএস/এআরএস/পিআর

Advertisement